২ বছর পর অাইপিএলে ফিরে এসে অাবারো জাদু দেখালেন ধোনি। চেন্নাইকে অাবারো শিরোপা দিলেন তিনি। শেন ওয়াটসের সেঞ্চুরিতে ৮ উইকেটে অাইপিএলের তৃতীয় শিরোপা জিতলো চেন্নাই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচে আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করেছে সাকিব আল হাসানের দল হায়দ্রাবাদ। সুতরাং, চ্যাম্পিয়ন হতে হলে চেন্নাইকে করতে হবে ১৭৯ রান।
১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় চেন্নাই। ডু প্লুসিসকে ক্যাচ অাউট করে সন্দিপ শার্মা। কিন্তু এরপরেই ব্যাটিং তান্ডব চালায় ওয়াটসন। ৫৭ বলে ১১৭ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।
রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে ৩৬ বল খেলে ৪৭ রান করেন কেন উইলিয়ামসন। ২৬ রান করেন শিখর ধাওয়ান। ১৫ বল খেলে ২৩ রান করেন সাকিব আল হাসান। ২৫ বল খেলে ৪৫ রান করে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান।
ম্যাচ সেরাঃ ম্যাচ সেরা হয়েছেন ওয়াটসন।
এমার্জিং প্লেয়ারঃ রিসাব পান্ট
আইপিএল ফাইনাল জিতে চেন্নাই সুপার কিংস পেয়েছেন প্রায় ২৬ কোটি রুপী।
সাকিবের দল হায়দ্রাবাদ পেলেন ১৩ কোটি রুপী।