সৌদি, ওমান, আরব আমিরাত – সাইক্লোন মিকানোর তাণ্ডব সৌদি আরব, ওমান, ইয়েমেন, এবং আরব আমিরাতে ওমান এবং ইয়েমেনে এর মধ্যে ১২ বছরের একটি কন্যা শিশুসহ কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে।
আরো ৪০ জনের মত নিখোঁজ আছে । নিখোঁজদের মধ্যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে । সাইক্লোন মেকুনু ওমান উপকূলের বেশ কিছু এলাকা লণ্ডভণ্ড করে দিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দিকে এগুচ্ছে ।
মধ্যপ্রাচ্যের টিভি চ্যানেল আল আরাবিয়া জানিয়েছে, ঝড়টি স্থানীয় খারখির ও আশপাশের এলাকায় আঘাত করতে পারে সৌদি আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। প্রবাসীরা যে যেখানে আছেন, সাবধানে থাকুন।
সূত্র : আরব নিউজ