ছেলে আব্রামকে নিয়ে সৌদি যাচ্ছেন শাকিব!

দেশ-বিদেশে একটার পর একটা সিনেমার শুটিংয়ে ব্যস্ত শাকিব খান। এই রমজানেও তুমুল ব্যস্ত শাকিব। আজ বাংলাদেশে তো কাল লন্ডন কিংবা কলকাতায়।

এর মধ্যে কি রোজা রাখা সম্ভব হয়? শাকিব বলেন, ‘আমি প্রতি বছরই রোজা রাখি। শুক্রবারে শুটিং করি না, সাধারণত আমার জুমার নামাজও মিস যায় না। আমার মনে হয়, প্রত্যেকটা মুসলমানের এগুলো করা উচিত।

তবে রোজায় শুটিং না করে শুধু নামাজ রোজা নিয়ে থাকতে পারলেই ভালো হতো। কিন্তু উপায় তো নেই। আমার কাজের সঙ্গে আরও কত মানুষ জড়িত। আমার হয়তো টাকার দরকার নেই এইমুহূর্তে। কিন্তু অনেকেই আছেন কাজ না করলে দৈনন্দিন জীবন চালাতে পারবে না।

তিনি আরও বলেন,‘নামাজের সময় নামাজ পড়ছি। আবার শুটিং করছি। এমনিতেই দিনটা পার হয়ে যায়। শুটিং, নামাজ আর রোজা, একসঙ্গে মিশে গেছে। আর এটা তো নতুন নয়, আমার প্রতি বছরই রোজায় শুটিং করতে হয়।

কারণ রোজার ঈদে আমার সব সময়ই ছবি মুক্তি পায়। তার কিছু না কিছু কাজ থেকেই যায়, যে কারণে রোজা রেখে শুটিং করার অভ্যাসটা আমার পুরোনো।’

এই রমজানে তার কোন প্রতিজ্ঞা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘এই পর্যন্ত একাধিকবার ওমরাহ্‌ হজ পালন করা হয়েছে। এবছরও ওমরাহ্‌ করার জন্য সৌদি যাবো। আগামী সপ্তাহেই যাওয়ার ইচ্ছে। ওখানে গেলে একটা তৃপ্তি লাগে। আব্রামকে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। বাপ-ছেলে একসঙ্গে যাবো।’

তিনি জানান, ‘ক্যাপ্টেন খান’-এর শুটিংও কিছুটা শেষ করলাম। বাকিটা ঈদের পর শুরু হবে।’

শেয়ার করুন: