তাজিন

মৃত্যুর আগে যা ঘটেছিল তাজিনের সাথে!

বাংলাদেশের জনপ্রিয় একজন টিভি অভিনেত্রী এবং উপস্থাপিকা ছিলেন তাজিন আহমেদ। গতকাল মঙ্গল্ববার হঠাৎ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলে গেছেন না ফেরার দেশে। তবে তার মৃত্যুর পর ঘটছে একের পর এক অনাকাংখিত ঘটনা। তবে এবার তারই দুজন সহকর্মী জানালেন মৃত্যুর আগে তাজিনের শেষ সময় কিভাবে কেটেছে। সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে অভিনেত্রী হোমায়রা হিমুর ফেসবুক থেকে লাইভে আসা একটি ভিডিও।

ফেসবুক লাইভের ওই ভিডিওতে হিমু জানিয়েছেন, তাজিন আহমেদের মৃত্যুর আগ পর্যন্ত কিছুদিন সর্বদা পাশে থেকেছেন তিনি। এ ছাড়া গত তিন বছর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাজিন আহমেদের দেখভাল করেছেন মেকাপ আর্টিস্ট মিহির মহন। এ সময় মিহির মহন ভিডিওতে জানান, অনেকেই বলছেন দ্বিতীয় স্বামীর সঙ্গেও তাজিনের ডিভোর্স হয়েছে। কিন্তু তাজিনের সঙ্গে তার দ্বিতীয় স্বামীর ডিভোর্স হয়নি। তবে সম্পর্ক ভালো ছিল না।

মৃত্যুর দিন সকালেও তাজিন তার স্বামীকে বারবার ফোন দিতে বলেছিলেন। কিন্তু মহন বারবার ফোন করেও তাকে পায়নি। তাজিনের নম্বর সে ব্লক করে রেখেছিল। মহন বলেন, ‘তাজিন আপু আমাকে খুব ভালোবাসতেন। আমার জন্য তিনি অনেক কষ্ট করেছেন। ছন্দ নামের এক গায়িকার সঙ্গে দুলাভাইয়ের [তাজিনের স্বামী] পরকিয়া ছিল। ওই মেয়েটি যখন দুলাভাইয়ের নামে মামলা করেছিল তখন আপু দুলাভাইকে বাঁচাতে সিলেট আমার বোনের বাসায় আশ্রয় নিয়েছিল।

শেয়ার করুন: