চলে গেলেন 'পাকিজা' অভিনেত্রী গীতা কাপুর

'পাকিজা' খ্যাত ভেটেরান অভিনেত্রেী গীতা কাপুর চলে গেলেন। ভারতীয় সময় আজ আজ সকাল ৯টার সময় মুম্বাইয়ের এক বৃদ্ধাশ্রমে পরলোকগমন করেন এই অভিনেত্রী।

ভারতীয় ছবির সোনালি যুগের এই অভিনেত্রী প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেন বলে জানা যায়। তবে তাঁর কো-অ্যাক্টরদের মতে এ সংখ্যা ২০ থেকে ২৫টি। তিনি ধর্মেন্দ্রর বিপরীতে 'রাজিয়া সুলতানা'তে অভিনয় করেন।

তাঁর মৃত্যুর খরবটি নিশ্চিত করে চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত ট্যুইটে লেখেন, শেষ পর্যন্ত চলে গেলেন গীতা জি। আমরা তাঁর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে তাঁকে হারিয়ে দিল মৃত্যু।

গত এক বছর ধরে তিনি তাঁর সন্তানদের মুখ দেখার অপেক্ষায় ছিলেন, কিন্তু সেটা হয়নি। আমরা সব সময় তাঁকে আনন্দে রাখার চেষ্টা করতাম। কিন্তু আজ সকালে তাঁর সাথে সাথে আমরাও হেরে গেলাম।

সূত্র : ডেকন ক্রনিকল

শেয়ার করুন: