শুধু পোষা কুকুরের জন্যেই ঝগড়া হয়েছিলো বাপ্পা-চাঁদনির

চাঁদনীর পোষা কুকুরের জন্য খাবার খরচ দিতেই নাকি বাপ্পার উপার্জনের অনেক টাকা চলে যেত। এগুলো বাপ্পা তার কাছের বন্ধুদের কাছে প্রায়ই শেয়ার করতেন। এর জন্য নাকি মাঝে বাপ্পা অসুস্থ হয়ে গিয়েছিলেন। স্বাস্থ্যও খারাপ হয়ে গিয়েছিল এসব ঝামেলায়।

অনেক ধুমাধাম করেই বিয়ে করেন সংগীত শিল্পী বাপ্পা মজুমদার এবং চাদনী। কিন্তু তাদের সংসার ঠিকেনি বেশ কিছু বছর হলো। বিগত কয়েক বছর ধরে আলাদাভাবে থাকা শুরু করেছেন তারা।

কিন্তু আলাদা থাকার বেশ একটি কারনও আছে। একজনের সাথে আরেকজনের ঝগড়াও হতো বেশ। আর তার অন্যতম কারন ছিলো কুকুর।

তুমি নাকি কুকুরের খাবার দিতে দিতে অস্থির হয়ে গেছ? কুকুর কি আমি এনেছিলাম? কুকুরতো আমি আনি নাই। সেটারও একটা বাজে কারণ আছে- ওটা আমি বলতে চাই না। তোমার নতুন বউ বুঝবে।

তখন বাপ্পা বলে-‘না এটা আমি বলিনি। নেভার! আমি এরকম বলতেই পারি না! সেটা তুমি ভালো করেই জানো।’ এমনকি সেই কুকুরের বাচ্চার নামও বাপ্পা আদিয়েছিলিএন পুটলি।

এরই পরিপ্রেক্ষিতে বাপ্পাকে ফোন দিয়েছিলেন চাঁদনী। তিনি বলেন,‘ ২১ মে রাতে বাপ্পাকে ফোন দিয়েছিলাম। জিজ্ঞেস করলাম তুমি সবার কাছে এসব কী বলতেছো!

শেয়ার করুন: