সালমান খান

জামা খুলতে পারবে? নায়িকাকে একি বললেন সালমান!

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তাকে ঘিরে ভক্ত এবং মিডিয়ার কৌতূহলের যেন শেষ নেই। এবার কাস্টিং কাউচের অভিযোগ উঠল সালমানের নামে? ছবিতে অভিনয় করানোর জন্য অভিনেতার জামা খুলতে বললেন সালমান।

ঘটনাটি শুনে হতবাক হতে হয়। কিন্তু বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জনই। রেস থ্রি-তে অভিনয়ের জন্য নাকি এক অভিনেতাকে জামা খুলতে বলেছিলেন সালমান খান।

ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি এক ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলিউড অভিনেতা ববি দেওল জানান, সালমানের সঙ্গে কাজ করাটা একটা অভিজ্ঞতা। শ্যুটিংয়ের সময়, শ্যুটিংয়ের বাইরে ২৪ ঘণ্টা সালমান কিছু না কিছু করেই যাচ্ছে।

তবে আমাকে সালমান অবাক করেছিল, প্রথম দিন ছবির লুক টেস্টের অডিশনের সময়। সালমান আমাকে জিজ্ঞেস করেছিল, আমি কী জামা খুবতে পারবে? আমি প্রথমে অবাক হয়েছিলাম। পরে হাসিতে দু’জনেই লুটিয়ে পড়ি। এই ইদেই মুক্তি পেতে চলেছে সালমান খানের নতুন ছবি ‘রেস থ্রি’। এই ছবিতেই প্রায় ৪ বছর পর সিনেমায় কামব্যাক করছেন ববি দেওল।

শেয়ার করুন: