গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে- চারদিনের সফরের শেষে দিনে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াংকা চোপড়া।
বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে গণভবনে সাক্ষাৎ করেন তিনি। এসময় ইউনিসেফের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রিয়াংকা চোপড়া।
বৈঠকে ইউনিসেফের প্রতিনিধিদলের বাইরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। উল্লেখ্য, সোমবার সকালে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৩৫ বছর বয়সী এ অভিনেত্রী।
সেখান থেকে ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে তিনি বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান। এখানে চার দিন অবস্থান শেষে আজ(বৃহস্পতিবার) প্রিয়াংকা চোপড়া ঢাকা ত্যাগ করবেন বলে জানা যায়।