‘দুইটা বছর অনেক সহ্য করেছি, আর না, আজকে আমি সরি’ ‘দুইটা বছর অনেক সহ্য করেছি, আর না, আজকে আমি সরি’
দুইটা বছর অনেক সহ্য করেছি- পুরো ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছিলেন ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহি,
হঠাৎ করেই বিয়ের ঘোষণা দিয়ে। প্রথম প্রথম গণমাধ্যমে এই নায়িকার বিয়ের খবর দেখে ভক্ত-পাঠকরা ধরে নিয়েছিলেন হয়তো ‘বিয়ে’ নামের কোনো নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন মাহি। কিন্তু ব্যাপারটা ছিলো সত্যি বিয়ের খবর।
আর দেখতে দেখতে আজ বিবাহিত জীবনের তৃতীয় বছরে পা রাখলেন মাহিয়া মাহি। ২০১৬ সালের এ দিনে বিয়ে করেন সিলেটের ব্যাবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। আর প্রিয় মানুষকে নিয়ে বেশ সুখেই আছেন সিনেজগতের এই তারকা। বেশ উপভোগ করছেন সংসার।
যদিও দুজন দুই মেরুর বাসিন্দা, তবুও সামলে নিচ্ছেন সব কিছু। অভিনেত্রী বিশেষ এই দিনটিকে স্মরণ করে ভক্তদের সঙ্গে ভালোবাসার কথা প্রকাশ করলেন ভিন্ন ভাবে।
নিজের ফেসবুকে বর অপুর সঙ্গে একটি ছবি দিয়ে তাতে লিখেছেন-
‘দুইটা বছর অনেক সহ্য করেছি, আর না। আজকে আমি সরি। আমরা আমাদের বিবাহিত জীবনের তৃতীয় বছরে পা দিব। সো, কান খুলে শুনে রাখো।
আজকে থেকে আমাকে একা একা আর যেন ঝগড়া করতে না হয়, যখনি আমি ক্ষেপে যাব তুমিও আমার উপর ক্ষেপে যাবা, আর আমরা ঝগড়া শুরু করে দিব।’
ইয়েস… কী মজাটাই না হবে দুইজন মিলে ঝগড়া করব। কাপড়-চোপড়, চিরুনি, পারফিউমের বোতল, ঝাড়ু আরো কত কী ছুড়াছুড়ি করব। ওয়াও।
“আর যদি ঝগড়া না করে চুপচাপ থেকে শুধু আমার চিল্লাচিল্লি শুনো, যা যা ছুড়ে মারবো সবকিছু ক্যাচ ধরো তাহলে ২ মিনিট পরে যখন মাথা ঠাণ্ডা হবে তখন আর ‘আই লাভ ইউ’ বলব না এক্কেবারে খামচি মারব। মনে থাকে যেন।”
ক্যারিয়ারের শুরু থেকেই সফলতা পাওয়া নায়িকা মাহির এমন স্ট্যাটাসে ভক্ত-অনুসারীদের অনেকেই হয়তো বুঝে যাবেন স্বামীর সঙ্গে বেশ ভালোয় দাম্পত্যজীবন উদযাপন করছেন তিনি। ঝগড়া-আনন্দ-ভালোবাসায় সংসার জীবন কাটছে এই তাদের।