তাজিনের নতুন ঠিকানা – লাইফ সাপোর্টে থেকেও শেষ রক্ষা পাননি অভিনেত্রী তাজিন আহমেদ। পৃথিবীর মায়া ত্যাগ করে বাসা বেঁধেছেন আকাশের ওপারে। চিহ্ন হিসেবে রেখেছেন বনানী কবরস্থানের ৯৫৭ নম্বর কবরটি। এখানেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন এই অভিনেত্রী।
৯৫৭ নম্বর কবরটি তাজিন আহমেদের বাবা কামাল উদ্দিন আহমেদের। তাজিন নিজেই বাবার কবরের নাম ফলকটি করিয়েছিলেন। সেখানে বাবার নাম ও জন্ম মৃত্যুর তারিখসহ পরম মমতায় লিখিয়েছিলেন, ‘আব্বু আমার’। সেই একই কবরে শায়িত হলেন তিনি।
মাত্র ৪৩ বছর বয়সেই নিভে গেল প্রাণোচ্ছ্বল এই অভিনেত্রীর জীবন প্রদীপ। আর কখনো তিনি হাসবেন না। তার চঞ্চলতা মাখা বাক্যালাপে মুগ্ধতাও ছড়াবে না। অভিনয় নিয়ে কখনোই আর দর্শকের মনে দোলা দেবেন না তিনি। সকল মায়া দূরে ঠেলে বাবার বুকে ঘুমিয়ে পড়েছেন কন্যা। এই ঘুম অনন্তকালের।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ মে) দুপুর ১২টার দিকে উত্তরার বাসায় হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ। এরপর তাকে উত্তরা ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে রাখার পর তাজিন আহমেদ বিকাল ৪টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।