১৯৮৪ সালে চাঁদপুরে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরা কে এই কিশোরী?

চাঁদপুরে প্রধানমন্ত্রীকে – চাঁদপুরে ১৯৮৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সাংসদ এডভোকেট নূর জাহান বেগম।

তিনি ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘‘আমার জীবনে সবচেয়ে সেরা ছবি এটি। ১৯৮৪ সালে চাঁদপুরে তোলা (নেত্রীকে জড়িয়ে ধরে আমি)।’’

পুরনো এই ছবিতে দেখা যাচ্ছে মমতাময়ী প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে আছে এক কিশোরী, বর্তমানে যিনি পার্লামেন্টের একজন সদস্য। এই ছবিটি আরো একবার প্রমাণ করে দিলো প্রধানমন্ত্রী কতটা মমতাময়ী।

এছাড়া ছবিটি পোস্ট করার পর পরই কমেন্ট বক্স থেকে ব্যাপক ইতিবাচক মন্তব্য লক্ষ করা যাচ্ছে। জাহিদ হাসান নামে একজন লিখেছেন, ‘আপু আপনি তখনও যেমনি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন, এখনও তেমনি আছেন, আমরণ থাকবেন ইনশাআল্লাহ্। এর মাঝে কত হাইব্রিড এলো আর গেলো।’

হাসান আহমেদ নামে আরেকজন লিখেছেন, ‘নিরন্তর ভালবাসা।’ ইব্রাহিম খান নামে আরেকজন লিখেছেন, ‘অনেক দারুণ একটা মুহূর্ত।’ এমডি নায়েম নামে আরেকজন লিখেছেন, ‘অসাধারণ অাপা।’

ড. মোহাম্মাদ হাসান খান নামে আরেকজন লিখেছেন, ‘ঠিকই বল‌ছেন আপা, এটা আপনার শ্রেষ্ঠ ছ‌বিই।’ এম. হেলাল মাহমুদ নামে আরেকজন লিখেছেন, ‘দারুণ স্মৃতিচারণ আপু

শেয়ার করুন: