মৃত্যুর খবর শুনতে পেয়ে – অবশেষে হার মানলো মুক্তামনি। বিরল রোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে পরপারের বাসীন্দা হয়ে যায় সাতক্ষীরার ছোট্ট মেয়েটি। তার মৃত্যুতে শোকার্ত বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
‘ওহ নো, আল্লাহ তার আত্মার শান্তি দিন, তাকে জান্নাতবাসী করুন।’ মুক্তামনি মারা যাওয়ার খবরে এভাবেই দুঃখ প্রকাশ করেন মুশফিক।
বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এসএমএসে মুক্তামনির মারা যাওয়ার খবর জানানোর পর মুশফিক ফিরতি এসএমএসে এই প্রার্থনা করেন।
অসুস্থ মুক্তামনিকে দেখতে আসার বিষয়ে সামন্তলাল গণমাধ্যমকে জানান, মুক্তামনি টিভিতে দেখে মুশফিককে চিনলেও মুশফিক তাকে চিনতো না।
কিন্তু ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় খবরের শিরোনাম হওয়ার পর মুশফিকের নজরে পড়ে মুক্তামনি। তখন মুক্তামনির বিষয়ে খোঁজ খবর নেন মুশফিক। পরে গত বছরের ২২ জুলাই হাসপাতালে মুক্তামনিকে দেখতে আসেন মুশফিক।
সেদিন হাসপাতালে দেখতে এসে মুক্তামনির মাথায় হাত রাখেন মুশফিক। সেদিন মুক্তামনি মুশফিককে জানিয়েছিল বাসায় বসে বসেই সে মুশফিক, মাশরাফি, সাকিবকে চেনে। এমনকি সে ক্রিকেট খেলা অনেক পছন্দ করে।
মুক্তামনির এসব কথা শুনে সেদিন মাথায় হাত রেখেছিলেন মুশফিকুর রহিম। বলেছিলেন, তুমি চিন্তা করো না, পুরো দেশবাসী তোমার সঙ্গে আছে। তুমি সুস্থ হয়ে যাবে। জবাবে মুক্তামনি বলেছিল, আপনিও আমার জন্য দোয়া করবেন।