এবারের আইপিএলের কয়ালিফায়রে জয়ী দল হিসেবে ফাইনালে উঠে ধোনির চেন্নাই। সেই ম্যাচে হায়দ্রাবাদকে তারা হারায় ২ উইকেট। কিন্তু সেই ম্যাচের আগেই একটি ভবিষ্যতবানী করেছিলো মুম্বাইয়ের সেই আলোচিত টিয়া পাখি।
সেই পাখিটি তুলেছিলো চেন্নাই সম্বলিত খামকেই। আর সেই পাখির ভবিষ্যৎ অনুসারে মিলেও যায় আজকের ম্যাচটি। তবে আগামীকালকের এলিমেন্টর ম্যাচেও ভবিষ্যতবানী করেছে সেই টিয়া পাখী।
সেই টিয়া পাখির ভবিষ্যত মতাবাদ অনুসারে এলিমেনটরের ম্যাচে রাজস্থানকে হারিয়ে কোয়ালিফায়ারে উঠবে কলকাতা। কলকাতার লোগো সম্বলিত খামেই তুলতে দেখা গিয়েছে সেই টিয়া পাখীকে।