এই মন্ত্রী বলছেন, রোজা সবার জন্য ‘ভয়ঙ্কর হুমকি’

রোজার সময় মুসলিমদের অফিস থেকে ছুটি নিয়ে নিতে বলেছেন ডেনমার্কের এক মন্ত্রী। তিনি বলেন, মুসলিমদের রোজা রাখা আমাদের সবার জন্য ভয়ঙ্কর হুমকি। এই মন্ত্রী অভিবাসন বিরোধী এবং মুসলিম-বিদ্বেষী হিসেবে পরিচিত।

ইমিগ্রেশন এবং ইন্টিগ্রেশন মন্ত্রী ইনজার স্টোজবার্গ মধ্য-ডানপন্থী লিবারেল পার্টির সদস্য। তিনি এমন সময় এই মন্তব্য করেছেন, যখন মুসলিমদের পবিত্র রমজান মাস পালন শুরু হয়েছে। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থেকে রোজা পালন করে থাকেন মুসলিমরা।

বিটি ট্যাবলয়েডে লেখা এক কলামে স্টোজবার্গ মুসলিমদের উদ্দেশে বলেন, ‘বাকি ডেনিশ সমাজের জন্য নেতিবাচক পরিণতি এড়াতে আমি মুসলিমদের বলব তারা যেন রোজার মাসে অফিস থেকে ছুটি নিয়ে নেয়।

তিনি বলেন, ‘আমি বিস্মিত হব যে, ১৪০০ বছর আগে ইসলামের একটি অবশ্য পালনীয় ধর্মীয় বিধান যদি ২০১৮ সালে ডেনমার্কে আমাদের সমাজ এবং শ্রমবাজারের সঙ্গে মানানসই বলা হয়।’

এই মন্ত্রীর আশঙ্কা যে, রোজা রাখার কারণে ‘নিরাপত্তা এবং উৎপাদন ক্ষমতায়’ নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন বাস চালক ১০ ঘণ্টার বেশি কোনো কিছু খায় না এবং পান করে না। ‘এটা আমাদের সবার জন্য ভয়ঙ্কর হতে পারে’।

সূত্র: আরটি ডটকম, নিউএজবিডি

শেয়ার করুন: