গত শনিবার ঐতিহ্যবাহী রীতি মেনে বিয়ে করেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। রাজকীয় এই বিয়েতে হলিউডের বেশকিছু তারকাসহ প্রায় ৬০০ জন অতিথি উপস্থিত ছিলেন। মেগানের বান্ধবী হিসেবে এই রাজকীয় বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
বিয়ে বাড়িতে প্রিয়াঙ্কার পরনে ছিল দারুণ একটি হালকা বেগুনি রঙের পোশাক। সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি ছিল সবচেয়ে নজরকাড়া। তবে বিয়েতে যে জুতা পরেছিলেন প্রিয়ঙ্কা, তার দাম ছিল ১ লাখ ৩৪ হাজার টাকা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা গিছে, প্রিয়াঙ্কার পায়ে ছিল জিমি চো-এর জুতা।ভিক্টেরিয়া ১০০ চক স্যাটিন ও প্লেক্সি পোয়েন্টি টো পাম্প জুতাটি পরেছিলেন প্রিয়ঙ্কা। জুতোয় লাগানো ছিল সোয়ারভস্কি ক্রিস্টাল। আর এই জুতাজোড়ারই বাজার দাম নাকি ১.৩৪ লাখ টাকা
প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রামে হ্যারি ও মেগানের বিয়ের ছবি পোস্ট করেছেন। রাজবধূ মেগানের খুব কাছের বন্ধু প্রিয়াঙ্কা। দুজনকে একসঙ্গে বহু পার্টিতে এবং শো’য়ে দেখা গিয়েছে।
একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ‘তিন-চার বছর আগে ‘এলেস উইমেন ফর টিভি ডিনারে’ মেগানের সঙ্গে প্রথম পরিচয়। সেই সময় আমরা ‘কোয়ান্টিকো’র প্রথম সিজন শুটিং করছিলাম। সেই থেকেই বন্ধুত্ব আমাদের।’