নিয়ে যাওয়া ইফতার – কারা কর্তৃপক্ষের পূর্বানুমতি না থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ইফতার সামগ্রী নিয়ে কারা ফটকের সামনে থেকে ফিরে এসেছেন মহিলা দলের নেতারা। এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে মহিলা দলের সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এর নেতৃত্বে খালেদা জিয়ার জন্য ইফতার সামগ্রী নিয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারা ফটকের সামনে যান।এ সময় কারাফটকের সামনে থাকা পুলিশ তাদের আটকে দেয়।
এক পর্যায়ে কারা কর্তৃপক্ষের প্রতিনিধি উপস্থিত হলে মহিলা দল নেত্রীরা ইফতার সামগ্রী খালেদা জিয়ার কাছে পাঠানোর কথা বলে। কারাকর্তৃপক্ষ তাদের জানায়, নিরাপত্তার স্বার্থে পরিবার ছাড়া অন্য কারো খাবার গ্রহণ করা হবে না। এসময় সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। সুলতানা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের মা তিন মাসের ওপরে কারাবন্দি। আজকে প্রথম রমজান, নেতাকর্মীরা জানে না কী খাচ্ছেন তিনি।
আমরা মা বেগম খালেদা জিয়ার জন্য ইফতার সামগ্রী নিয়ে এসেছিলাম। তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। আমরা প্রয়োজনে এখানে বসে ইফতারও করতে পারি। কিন্তু এটা আমাদের মূল উদ্দেশ্য নয়, আমরা চাই ইফতার মায়ের কাছে পৌঁছে দেয়া হোক।’ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, সাবেক সংসদ সদস্য শাম্মী আখতারসহ অন্তত ২০ নেতাকর্মী।