আর মাত্র ২৯ দিন পর বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ফুটবলীয় লড়াই। এবার ফুটবল বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়ার ১১টি শহরের ১২টি দৃষ্টিনন্দন স্টেডিয়ামে মাসব্যাপী হবে বিশ্বের ৩২টি ফুটবল দলের যুদ্ধ।
আগামী ৪ জুনের মধ্যে বিশ্বকাপে সুযোগ পাওয়া দেশগুলোকে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। তার আগে প্রাথমিক দল বেছে নিচ্ছে বিশ্বকাপে চান্স পাওয়া দলগুলো। ইতোমধ্যে ৬৪ ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ফিফা। এক নজরে দেখে নিন, বাংলাদেশ সময় অনুযায়ী কোন দলের খেলা কখন-