খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন দলটির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আজ মঙ্গলবার (১৫ মে) সকাল পৌনে ৯টার দিকে মহানগরীর রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ অভিযোগ করেন।
এসময় তিনি বলেন সকাল থেকে অন্তত ৩০ কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এমনকি তাদের মারধরের ঘটনাও ঘটেছে। এসময় রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে ব্যাবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি। এর আগে সকাল ৮টার দিকে শহরের পাইওনিয়ার গালর্স স্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
এসময় এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, আসলে তারা কেন্দ্রে আসছেনই না। দূর থেকে কেবল অভিযোগ করছেন। প্রসঙ্গত এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন। মেয়র পদে এবার লড়ছেন ৫ প্রার্থী। আজ মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টায় খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।