প্রধানমন্ত্রী ঘোষিত কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে আন্দোলন করছে। বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে দেশব্যাপী বিশ্ববিদ্যালয় গুলো এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তবে এই বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ ‘ছাত্র শিবির’ এর পরিবর্তিত নাম বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লা। সোমবার (১৪ মে) তাঁর নিজস্ব ফেসবুক আইডি থেকে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে শ্রাবণী শায়লা এই মন্তব্য করেছেন। তিনি ফেসবুকে স্ট্যাটাসে বলেছেন, ‘ছাত্র শিবিরের’ পরিবর্তিত নাম ‘সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ’।
তিনি আরেকটি স্ট্যাটাসের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য তুলে ধরেছেন, “তোমাদের জানা উচিত, কথা দিয়ে কথার বরখেলাপ আমি করি না। আমি তো বলেই দিয়েছি কোটা বাতিল, তারপরও এর আইনগত প্রক্রিয়ার জন্য তারা অপেক্ষা করবে না?”