মালয়েশিয়ার ৭ প্রধানমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নেওয়ার কথা ছিল মাহাথির মোহাম্মদের। কিন্তু আজকে সেই শপথ নেওয়া হবে না বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর মালয় মেইলের।
কার্যালয়ের যোগাযোগ কর্মকর্তা হুসনি ইউসোফ বলেছেন, কার্যালয় শপথের জন্য এখনও তারিখ ঠিক করেনি। তবে আজ যে শপথ নেওয়া হচ্ছে না তা তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'শপথ নিয়ে এখনও কোনো তথ্য পাইনি...তবে আজকে নয়।' বুধবার জয়ের পর রাতে মাহাথির মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
প্রসঙ্গত, মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নেতৃত্বাধীন পাকাতান হারাপানকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
নির্বাচনে ২২২ আসনে মধ্যে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান জয় পায় ১১৩টি আসনে। কোনো দল বা জোট ১১২ আসনের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই শাসনক্ষমতায় আসীন হতে পারে।