কোটা সংস্কার আন্দোলন

কোটা বাতিল নিয়ে নতুন তথ্য দিলেন পরিকল্পনা মন্ত্রী

প্রথমে ছাত্ররা বলেছে কোটা থাকবে না। পরে আবার বলছে- কোটা বাদ যাবে না সংস্কার করতে হবে। সংস্কারের বিষয়টা প্রধানমন্ত্রী জানতেন না। এখন কোটা সংস্কারের বিষয়টি জেনেছেন। বিষয়টি সুরহা হয়ে যাবে। কথাগুলো বলেছেন পরিকল্পনা মন্ত্রী মুস্তাফা কামাল। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের (একনেক) সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মুস্তাফা কামাল বলেন, আমার মনে হয় সবাই উইন উইন সিচুয়েশনে থাকবেন। কারো প্রতি একতরফা কিছু হবে না। উইন উইন সিচুয়েশনে থাকবে সরকার ও কোটা আন্দোলনকারীরা।

মন্ত্রীর এই কথায় ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী হয়তো শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা পদ্ধতির সংস্কার করেই প্রজ্ঞাপন দিতে আগ্রহী। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কোটা আন্দোলন নিয়ে একনেক বৈঠকে কোনো কথা হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চাকরিতে কোটার বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন। বিষয়টি তিনি জানেন, শুনেছেন। তবে কোটা আন্দোলন নিয়ে একনেক বৈঠকে কোনো কথা হয়নি বলেও জানান তিনি। মঙ্গলবার একনেক সভায় ১৩টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ১৩ হাজার ২৮৮ কোটি ৬০ লাখ টাকা।

শেয়ার করুন: