তিনবারেও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি চঞ্চল চৌধুরী! তবে ঘটনাটি বাস্তবে নয়, রুপালি পর্দায়। ‘চম্পাকলি টকিজ’ নামের একটি ধারাবাহিক নাটকে এমন বিব্রতকর অবস্থায় পড়েন জনপ্রিয় এই অভিনেতা। তবে দমে যাননি।
মনের মানুষ নাদিয়ার চাওয়া পূরণ করতে আবারও বসেন পরীক্ষার হলে। এভাবে এগিয়ে যায় গল্প। কাল্পনিক অভিরামপুর গ্রাম আর সিনেমাপ্রেমী কিছু মানুষের গল্প নিয়ে নাটকটির রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম।
‘চম্পাকলি টকিজ’ নাটকে চঞ্চল চৌধুরী-নাদিয়া ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রিয়া আমান, শাহনাজ খুশি, দিহান, ফারুক আহমেদ, আখম হাসান, হাসান মাসুদ প্রমুখ। নাটকটি আগামী ৭ মে থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে।