সৌদি

ডিম ছুড়ে সৌদি প্রবাসীদেরকে প্রতারণা

সৌদি প্রবাসীরা সাবধান! ডিম ছুড়ে নতুন প্রতারণা, যা কখনোই করবেন না- রাতে কখনো উবার কিংবা কোন কার সার্ভিস গ্রহণ করেছেন, অথবা নিজের গাড়ীতে আছেন কিংবা ঘুরতে বেরিয়েছেন কোথাও। এমন সময় দেখেন আপনার সামনের কাঁচের উপর কেউ ডিম ছুড়ে মেরেছে। এটা আসলে প্রতারকদের একটা ফাঁদ। এ সময় গাড়ী থামিয়ে দেখতে যাবেন না, অথবা ওয়াইপার দিয়ে পরিস্কার করতে যাবেন না।

পানি স্প্রে করে ওয়াইপার দিয়ে একদমই পরিস্কার করতে যাবেন না। ডিম মিশ্রিত পানি দিয়ে পরিস্কার করতে গেলে অনেকটা দুধের মত ঘোলাটে হয়ে কাচের উপর আটকে যায়, এতে সামনে কিছু দেখার সম্ভাবনা কমে যায়, এতে সামনে রাস্তার পাশে আপনি গাড়ী থামাতে বাধ্য হবেন।

ফলাফল হলো যারা ছিনতাই করতে ডিম ছুড়ে মেরেছিলো, তাদের দলের লোক সামনে ওঁত পেতে বসে আছে, আপনার জীবননাশের হুমকি রয়েছে। এই টেকনিক কিছু গ্যাং শুরু করেছে। সৌদি আরবে যাত্রী বা চালক এ বিষয়ে সর্তক থাকুন।

শেয়ার করুন: