মুস্তাফিজ কি দলে ফিরবেন?

আজ মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল মুম্বাই ও বেঙ্গালুরু। মে দিবসে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

এর আগে তিন ম্যাচে হারা মুম্বাই কোহলিদের হারিয়ে তাদের জয়ের সূচনা করে। আর এখন দুই দলই দুটি করে ম্যাচ জিতে লিগ তালিকার শেষের দিকে পড়ে আছে।

মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম ৬ ম্যাচ খেলে গত ম্যাচে বাদ পড়া মোস্তাফিজুর রহমান আজ ফিরে পেতে পারেন নিজের জায়গা। দুই দলের জন্যই এটি টিকে থাকার ম্যাচ।

ম্যাচটি যেহেতু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। তাই এ ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনা বাড়ছে। এ মাঠের উইকেট মোস্তাফিজের বোলিংয়ের জন্য বেশ সহায়ক।

যদিও মোস্তাফিজ ভালো বোলিং করতে করতেই খুবই বাজে কিছু ডেলিভারি দিচ্ছেন। এ কারণে ৬ ম্যাচে ৫০টি ডট বল করলেও তাঁর ইকোনমি রেট ভালো নয়। ৮.৩৪। টানা ডট দিয়ে চাপ তৈরি করছেন। কিন্তু নিজে আবার টানা লুজ বল দিয়ে চাপটা নিজের ওপর ফিরিয়ে নিচ্ছেন।

মুম্বাইয়ের সব বোলারদের মধ্যে ‘ডট’ দেওয়ায় মোস্তাফিজ শীর্ষ তিনে আছেন। জসপ্রীত বুমরা (৬৮), মৈনাক মারাকান্দের (৫১) পরেই আছেন মোস্তাফিজ (৫০)।

ভারতের দুই বোলারের চেয়ে মোস্তাফিজ এক ম্যাচ কমও খেলেছেন। ফলে তার বোলিংটা একটু শুধরে নিতে পারলে কাটিংয়ের চেয়ে যে অনেক বেশি কার্যকর হবেন, এতে সন্দেহ নেই। ফলে আজ মোস্তাফিজকে একাদশে দেখা যেতেই পারে।

আজকের ম্যাচে যে দল জিতবে সেই কিছুটা এগিয়ে যাবে এবং বলাই বাহুল্য যে দল হারবে সেই দলই টুর্নামেন্ট থেকে এক পা বাইরে রাখবে। কারণ প্লে অফের পৌছনোর লড়াইয়ে টিকে থাকতে হলে আর একটি ম্যাচও হারা চলবে না এই দুই দলের।

তবে, এই ম্যাচের আগে একটু হলেও অ্যাডভান্টেজে রয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলের প্রথম পর্বের ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্সদের ৪৬ রানে হারায় মুম্বাই পল্টন।

সেই ম্যাচে ৯৪ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন হিট-ম্যান খ্যাত রোহিত। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি। সেই ম্যাচে পাওয়া আত্মবিশ্বাসকেই কাজে লাগাতে চায় দল।

শেয়ার করুন: