কান পরিষ্কার

হারিয়ে যাচ্ছেন কান পরিষ্কারের 'কবিরাজরা'

বাংলাদেশে ঢাকার রাস্তায় ও পার্কে প্রায়ই তাদের দেখা মিলতো। কাঁধে ঝোলানো ছোট এক ব্যাগ। সেখানে নানা জিনিসপত্র। তারা কান পরিষ্কারের 'কবিরাজ'। এখন তাদের আর দেখা মেলে না। তাদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। প্রায় হারিয়ে যাচ্ছে এ পেশা। শুনুন এরকম একজন 'কবিরাজের' কথা। রাস্তার ধারে কিংবা পার্কে বেঞ্চিতে আরাম করে বসে অনেকেই কান পরিষ্কার করিয়ে নিতেন এদের দিয়ে। এটা একটা সময় সাধারণ দৃশ্য ছিল।

এক বাস স্টপেজে বসে কথা বলছিলেন কান পরিষ্কারের 'কবিরাজ' মোহাম্মদ জয়নাল। জানালেন, আগে এখানেই প্রতিদিন ১০-১৫ জন কান পরিষ্কারের কাজ করতেন। কিন্তু এখন তারা আর নেই। তারা অন্য কাজ করেন। কটন বাড সস্তা ও সহজলভ্য হওয়াতে আজ তাদের পেশায় দুর্গতি নেমে এসেছে। ডাক্তারও বলেন যে এসব কবিরাজি জিনিসপত্র দিয়ে কান পরিষ্কার করা ঝুঁকিপূর্ণ। মানুষ তাই চিকিৎসকের কথায় আরো সচেতন হয়েছে। এসবই জানালেন জয়নাল। বাকিটুকু শুনুন তার মুখে।

শেয়ার করুন: