মুম্বাইয়ের একাদশ ঘোষণা ক্রিকইনফোর, জায়গা পেলেন কি মুস্তাফিজ? দেখুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দল নিযে বিপদে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। টানা ম্যাচ হারতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স একাদশে পরীক্ষা-নিরীক্ষা চালাতে থাকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ওই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনে মুম্বাই ইন্ডিয়ান্স।

ধারাবাহিক পারফর্ম করেও একাদশে জায়গা হারালেন মোস্তাফিজুর রহমান। মুম্বাই অবশ্য চেন্নাইকে হারাল সে ম্যাচে। মঙ্গলবার রাত সাড়ে আটটায় দিনের একমাত্র ম্যাচে আবারো মাঠে নামতে যাচ্ছে মুম্বাই। প্রতিপক্ষ এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। প্রশ্ন হচ্ছে,
এ ম্যাচে খেলবেন তো ‘দ্য ফিজ’?

আসরে মোস্তাফিজুর রহমান ৬টি ম্যাচ খেলেছেন মুম্বাইয়ের হয়ে। প্রথম ৬টি। এই ছয় ম্যাচের পরিসংখ্যান বলছে মোট ২৩.৩ ওভার বল করেছেন দ্য ফিজ। ১৯৬ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট।

তার সেরা বোলিং ফিগার ৩/২৪। ২৮ গড় আর ইকোনমি রেট ৮.৩৪।
একটি মাত্র ম্যাচেই উইকেটশূন্য ছিলেন। সেটি বেঙালুরুর বিপক্ষে প্রথম লেগের খেলা।

টানা হারের মধ্যে আবার এমন লজ্জার হার হলে দলের স্ট্র্যাটেজি খুঁজে পেতেই হয় সমস্যা। এ কারণেই বোধহয় ভালো খেলা মোস্তাফিজের উপর কোপটা পড়ে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে। তবু মুম্বাইয়ের ক্রেডিট, দলটি দুরন্ত চেন্নাইয়ের বিপক্ষে ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। তাতে আশাটা এখনো বেঁচে রয়েছে তাদের।

ভারতীয় জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো প্রতি ম্যাচের আগে টিম নিউজ ও সুত্র পরিপ্রেক্ষিতে একাদশ গঠন করে থাকে। মুম্বাই বনাম ব্যাঙ্গালুরুর আজকের ম্যাচেও তারা তাদের সকল তথ্য অনুযায়ী একাদশ গঠন করেছে।

কিন্তু আজকের ম্যাচে মুম্বাইয়ের একাদশে তাদের সমীকরণে জায়গা হয়নি ফিজের। মুস্তাফিজের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছে বেন কাটিং।

এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে কাটিং ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে খুব ভালো ব্যাটিং করতে পারে। আর মুস্তাফিজ ব্যাঙ্গালুরুর সাথে প্রথম ম্যাচে কোনো উইকেটের দেখা পাননি। তাই মুম্বাই কাটিংকেই বেছে নিবে।

ক্রিকইনফো কতৃক মুম্বাইয়ের আজকের একাদশ:

১. এভিন লুইস

২. রোহিত শর্মা (অধিনায়ক)

৩. ইশান কিশান (উইকেটরক্ষক)

৪. সূর্যকুমার যাদব

৫. হার্দিক পাণ্ডিয়া

৬. ক্রুনাল পাণ্ডিয়া

৭. জেপি ডুমেনি

৮. জসপ্রিত বুমরাহ

৯. মিচেল ম্যাকক্লেনাগান

১০. বেন কাটিং

১১. মেয়াংক মারকান্দে

শেয়ার করুন: