ইয়ামাহা

বাজারে এলো ৮৪৭ সিসির ইয়ামাহার ৩ চাকার বাইক

বাজারে এসেছে ৮৪৭ সিসির ইয়ামাহার তিন চাকার মোটরসাইকেল নিকেন। ৪৫তম বার্ষিক টোকিও মোটর শো’তে এই বাইক উন্মুক্ত করা হয়।সম্প্রতি এটি বিক্রির ঘোষণা দিয়েছে ইয়ামাহা। আগ্রহী ক্রেতারা বাইকটি কেনার জন্য ১৭ মে থেকে প্রি-অর্ডার দিতে পারবেন। জাপানি শব্দ ‘নি’ এর অর্থ দুই এবং ‘কেন’ মানে তরবারি। আর তাই নামটি সামনে দুই চাকার সাথে ভালো মানিয়ে যায়।

প্রতিষ্ঠানের দাবি, এই বাইকের এলএমডব্লিও প্রযুক্তি রাইড এনভায়রনমেন্ট পরিবর্তনের প্রভাব কমাতে এবং কর্নারিং এর সময় স্থিতিশীলতার অনেক ভালো অনুভূতি প্রদান করবে। তবে এই মোটরসাইকেলের আকার ২১৫০ এমএম দীর্ঘ, ৮৮৫ এমএম প্রস্থ এবং ১২৫০ এমএম উচ্চতা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাইকটিতে ট্রিপল সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। এর অশ্ব শক্তিও দুর্দান্ত। টর্কও ভালো। সব মিলিয়ে আদর্শ অ্যাডভেঞ্চার কাম রেসিং বাইক। ইয়ামাহা নিকেন মডেলের এই বাইকটি কেনার জন্য অনলাইনে রিজারভেশন সিস্টেম উন্মুক্ত করেছে। যা শুরু হবে ১৭ মে থেকে। সেদিনই এর দাম জানাবে ইয়ামাহা।

সম্প্রতি ইয়ামাহা নিকের নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে কনারিংয়ের জন্য আদর্শ বাইক নিকেন। এর শক্তিশালী সাসপেনশন আরোহীকে দেবে অনন্য অভিজ্ঞতা। ২০১৭ সালে টোকিওতে অনুষ্ঠিত মোটর শোতে সর্বপ্রথম ইয়ামাহা তাদের তিন চাকার মোটরসাইকেলটি প্রদর্শন করে। সঙ্গে সঙ্গে এটি আলোচনার কেন্দ্রে পরিনত হয়।

ইউনিক ডিজাইনে তৈরি মোটরসাইকেলটি কেনার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। শিগগিরই এটি চালানোর অভিজ্ঞতা নিতে পারবেন বাইকপ্রেমীরা।

শেয়ার করুন: