তাল

বজ্রপাত ঠেকাতে লাগানো হচ্ছে তালের বীজ

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা বাদ দিয়ে দেশের ৬১টি জেলায় বজ্রপাত ঠেকাতে তালের আঁটি (বীজ) লাগানো হচ্ছে। গতবছর থেকে এ পর্যন্ত ২৮ লাখ তালের বীজ লাগানো হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল।

বজ্রপাত ঠেকাতে তাল গাছ কেনো লাগানো হচ্ছে না –এমন প্রশ্নের জবাবে শাহ কামাল বলেন, তালের বীজ থেকেই তো তাল গাছ হবে। তাই তালের বীজ লাগানো হচ্ছে। বীজ ছাড়া তো গাছ হবে না।

জানা গেছে, সারা দেশে চলমান কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে এবার রাস্তার দুই পাশে তালের আঁটি লাগানোর শর্ত দেয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত এই তালের আঁটি লাগানোর কার্যক্রম প্রতিটি জেলার জেলা প্রশাসক (ডিসি) ও প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা নজরদারি করবেন।

মন্ত্রণালয় সূত্রে বলা হয়, দেশে বজ্রপাতের ঘটনা আগের চেয়ে বেড়েছে। শুধুমাত্র ২০১৭ সালেই প্রায় সাড়ে চারশ’ মানুষ বজ্রপাতে নিহত হয়েছেন। এর মধ্যে একদিনে নিহত হয়েছেন সর্বোচ্চ ৮২ জন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বজ্রপাতকে নতুন দুর্যোগ হিসেবে চিহ্নিত করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রামে-গঞ্জে প্রচুর পরিমাণে তালগাছ ও নারিকেল গাছ থাকলে সেগুলো বজ্র নিরোধক হিসেবে কাজ করতে পারে। এর ফলে গত বছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে দেশব্যাপী তালগাছের চারা রোপণের জন্য নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে গত এক বছরে সরকারি উদ্যোগে ২৮ লাখ তালের আঁটি (বীজ) রোপণ করা হয়েছে।

শেয়ার করুন: