জুস

তেলাপোকার জুস! দাম মাত্র ৬৬৪ টাকা

ভাবছেন এও কি সম্ভব? কিন্তু আপনি জানেন কি এটাও সম্ভব। চীনের সিচুয়াং প্রদেশের শিচ্যাঙে একটি সংস্থা তৈরি করে তেলাপোকার জুস। তেলাপোকা দেখলে আমরা অনেকেই ভয়ে ছুটোছুটি শুরু করে দিই। কিন্তু এ ক্ষেত্রে চীনের মানুষের একটু ভিন্নতা রয়েছে। তাদের খাদ্যাভাস তালিকায় তেলাপোকার বিশেষ স্থান রয়েছে।

জানা গেছে, চীনের সিচুয়াং প্রদেশের শিচ্যাঙে সংস্থাটির খামারে বছরে ৬০০ কোটি তেলাপোকা জন্ম নিচ্ছে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে চাষ করা হয় এ তেলাপোকা। আর চাষ করা তেলাপোকা পেস্ট করে বানানো হয় বিশেষ ওষুধ ‘ককরোচ জুস’।

সংস্থাটির মতে, ‘ককরোচ জুস’ খেলে খাদ্যনালী এবং শ্বাসযন্ত্রের রোগ দূর হয়। তবে তা কতটা বিজ্ঞানসম্মত তা নিয়ে প্রশ্ন রয়েছে। জুসটির বোতলের গায়ে উপকরণের জায়গায় শুধু লেখা পেরিপ্লানেটা আমেরিকানা (তেলাপোকার বিজ্ঞানসম্মত নাম এটাই)। সংস্থাটি ২০০ মিলি একটি ‘ককরোচ জুস’ এর বোতল ৮ ডলারে বিক্রি করে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৬৪ টাকা।

শেয়ার করুন: