দেখে নিন আইপিএল পয়েন্ট টেবিলে কার কী অবস্থান

দেখতে দেখতে এবারের আইপিএলের অর্ধেকটা পথ পেরিয়ে যাচ্ছে। এর মধ্যেই পয়েন্ট টেবিলে বেশ কয়েকবার ওলট-পালট ঘটেছে। শীর্ষস্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিছু দলের মধ্যে। কয়েকটি দল আবার প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারছে না।

যেমন ধারাবাহিক পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন সানরাইজার্স হায়দরাবাদ। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সাকিব আল হাসানের দল। অন্যদিকে ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করা গৌতম গাম্ভীরের দল দিল্লি ডেয়ারডেভিলস ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে।

আসুন, দেখে নিই আইপিএলের এ পথ পর্যন্ত পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান:

সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ ৮ ম্যাচের মধ্যে জয়-৬ বার, হার-২ বার, পয়েন্ট-১২ নিয়ে শীর্ষে উঠে গেছে।

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৭ ম্যাচের মধ্যে জয়-৫ বার, হার-২ বার, পয়েন্ট-১০ নিয়ে শীর্ষ থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে।

এবারের আসরে শুরু থেকে চমকে দেয়া ক্রিকেটের ব্যাটিং দানব ক্রিস গেইলের কিংস ইলেভেন পাঞ্জাব ৭ ম্যাচের মধ্যে জয়-৫ বার, হার-২ বার, পয়েন্ট-১০ নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

বলিউডের কিং শাহরুখের কলকাতা নাইট রাইডার্স ৮ ম্যাচের মধ্যে জয়-৪ বার, হার-৪ বার, পয়েন্ট-৮ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

আজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালস ৭ ম্যাচের মধ্যে জয়-৩ বার, হার-৪ বার, পয়েন্ট-৬ নিয়ে পাঁচে অবস্থান করছে।

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ানস ৭ ম্যাচের মধ্যে জয়-২ বার, হার-৫ বার, পয়েন্ট-৪ নিয়ে ছয় নম্বরে রয়েছে।

এদিকে ৭ ম্যাচে পঞ্চম হার, জয়-২ বার, পয়েন্ট-৪ নিয়ে সাত নম্বরে থেকে ধুঁকছে বিরাট কোহলির দল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স।

অন্যদিকে ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করা গৌতম গাম্ভীরের দল দিল্লি ডেয়ারডেভিলস ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে।

শেয়ার করুন: