দেহ জানোয়ারের অথচ মুখ মানুষের, হ্যা এটাই সত্য। পাকিস্তানের একটি চিড়িয়াখানায় দেখা মিললো এমন অদ্ভুত এক প্রানীর। প্রতিদিন হাজারো মানুষ প্রাণীটিকে দেখতে ভিড় করছেন চিড়িয়াখানায়।
দর্শনার্থীদের প্রশ্নের জবাবও দিচ্ছে প্রানীটি। পা- লেজ-শরীর নাড়াচাড়া করে দেখাচ্ছে। মজা করছে শিশুদের সাথে। অদ্ভুদ এই প্রানীটির দেখা মিলেছে পাকিস্তানের করাচির একটি চিরিয়াখানায়। প্রানীটির নাম মমতাজ বেগম।