নখের ওপর সাদা দাগ

আপনার নখের ওপর সাদা দাগ?

অনেকেরই নখের উপর সাদা দাগ থাকে৷ কিন্তু তেমন পাত্তা না দিয়ে ব্যাপারটা এড়িয়ে যাই আমরা৷ কিন্তু এই সাদা দাগকে অবহেলা করবেন না৷ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে কিন্তু এই দাগ হতে পারে। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন বিস্তারিত-

১। নেইল পলিশ, নেইল গ্লস, হার্ডনার, রিমুভার থেকে অনেক সময় অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে ওই সাদা দাগ তৈরি হয় ৷ নেইল জডেল বা অ্যাক্রেলিক থেকেও এই দাগ হতে পারে ৷

২। বেশিরভাগ সময় পায়ের নখে সাদা দাগ হয় ছত্রাক সংক্রমণ থেকে৷ তাই এ ধরণের দাগ দেখলে সতর্ক হন ৷ বেশিরভাগ সময় পায়ের নখে সাদা দাগ হয় ছত্রাক সংক্রমণ থেকে ৷ তাই এ ধরণের দাগ দেখলে সতর্ক হন৷

৩। নখে কোনও আঘাত লাগলে তা থেকে সাদা দাগ হতে পারে৷ ৪। নখের দাগের আরও একটি বড় কারণ খনিজের অভাব ৷ জিঙ্ক এবং ক্যালসিয়ামের অভাব হলে এই সমস্যা দেখা দেয়৷ ৫। আরও কিছু কিছু শারীরিক সমস্যায় নখে দাগ ফুটে ওঠে ৷ যেমন হৃদযন্ত্রের সমস্যা, নিউমোনিয়া, আর্সেনিক সংক্রমণ, কিডনির সমস্যা ৷

শেয়ার করুন: