আইপিএলে এই আসরে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকাটি দেখুন

সর্বোচ্চ উইকেট – দুই টাইগার সাকিব-মোস্তাফিজের জন্য এবারের আইপিএল আসর যে বাংলাদেশীদের আগ্রহের কমতি থাকবে না- তা শুরু থেকেই বোঝা যাচ্ছিল। কারণ ইনজুরি থেকে ফিরে ঝরঝরে ছিলেন সাকিব আল হাসান।

আর ত্রিদেশীয় সিরিজ-নিদাহাস ট্রফিতে ছন্দেই ছিলেন মোস্তাফিজ। এই দুই বাংলাদেশী ক্রিকেটার শুরু থেকেই আইপিএলে নজন কাড়ছেন। এর সুবাদে শীর্ষ উইকেটশিকারীদের তালিকায় শুরুতেই নিজেদের জায়গা দখল করে নিয়েছেন। দুর্ধর্ষ সাকিব আছেন তিন নম্বরে। আর মোস্তাফিজ ছয়ে।

১১তম আসরে ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন সাকিব-মোস্তাফিজ। দু’জনেই শিকার করেছেন পাঁচটি করে উইকেট। তবে রান দেয়ার বিচারে তিন নম্বরে আছেন সাকিব। আর ছয়ে মোস্তাফিজ।

সাকিব ৭৮ রান দিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট আর মোস্তাফিজ ৮৮ রান দিয়ে একই সংখ্যক উইকেট তুলেছেন।

এই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাকিবের সেরা বোলিং ফিগার ২১ রানে দুই উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মোস্তাফিজ ২৪ রান দিয়ে শিকার করেছেন তিন উইকেট।

তালিকায় শীর্ষে আছেন মুম্বাইয়ের আরেক বোলার মায়ার মারকান্দি। দুইয়ে আছেন ক্রিস ওকস। দু’জনেরই সংগ্রহ সাত উইকেট।

শেয়ার করুন: