ইলিশ

এক ইলিশের দাম ১৫ হাজার টাকা!

পহেলা বৈশাখকে সামনে রেখে বরগুনার জেলার পাথরঘাটার বিএফডিসি পাইকারি মৎস্য বাজারে একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।বাজারের আড়ৎদার নিউ আলামিন ফিসের মালিক টিপু খান গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাছটি বিক্রি করেন।

২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ক্রয় করেন আরেক মৎস্য পাইকার মো. ইউসুফ মিয়া। সরকারি শুল্কসহ মাছটির দাম হয়েছে ১৫ হাজার ৩৮০ টাকা।

এ বিষয়ে আল আরাফা ফিসের সত্ত্বাধিকারী রেজাউল করিম আব্বাস বলেন, বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটার ঝিনতলা এলাকায় বিশখালী নদীতে মাছটি এক জেলের খুঁটি জালে ধরা পরে। এরপর মাছটি খোলা বাজারে প্রকাশ্যে নিলামে তোলা হয়। সেখানে ১৭ জন মৎস্য ব্যবসায়ীর মধ্যে সর্বোচ্চ দামে মাছটি কিনে নেন ইউসুফ মিয়া।

ইউসুফ মিয়া বলেন, মাছটি মোড়কজাত করে ঢাকার আড়তে পাঠানো হয়েছে। আশাকরি মাছটি ঢাকার বাজারে দ্বিগুন দামে বিক্রি হবে।

শেয়ার করুন: