দেশবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কথা জানিয়েছেন। রিজভী বলেন, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীকে বাংলা নববের্ষর শুভেচ্ছা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও অন্য একজন বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করতে গেলে তাদের মাধ্যমে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে পহেলা নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন।