সব সৌন্দর্য ক্যামেরায় বন্দী করতে নেই

শামীম আহমেদ রনি, ভোর নামছিলো... এক অপূর্ব দৃশ্য...এর মাঝেই বৃষ্টি নামার শব্দ পেলাম... জানালার পাশেই বসা আমি... কিন্তু বৃষ্টি নেই... কিন্তু শব্দ আমি স্পষ্ট শুনছি... বৃষ্টি নেই তবে শব্দ কিসের? আকাশের দিকে তাকালাম... কই মেঘ তো নেই... নীল আকাশ... কিছু সাদা মেঘ... কিছু সোনালী মেঘ... কেমন যেন আল্পনার মতো... সূর্য এখনো উঠে নি...

ওদিকে বৃষ্টির শব্দ আরো স্পষ্ট হচ্ছে... ভুল শুনছি কিনা ভাবতে ভাবতেই পাশের বাসার ভবনের ছাদের ওপাশে প্রথম বৃষ্টি পড়া দেখলাম... আস্তে আস্তে তা এগিয়ে আসছে... ঝুম বৃষ্টি শুরু হলো ... বৃষ্টি দেখতে দেখতে আকাশের কথা ভুলে গিয়েছিলাম... কই নীল... আচমকা সব নীল মুছে কালো হয়ে গেছে...

কি যে অপরূপ দৃশ্য ... কি যে অপরূপ দৃশ্য... আমি কি করে বোঝাই...লিখতে লিখতেই আবার থেমে গেছে বৃষ্টিটা ... একটা বাসার পরের বাসার ভবনের ছাদে ভেজা কাকটা কা কা করছে... আচমকা বৃষ্টিতে ওই বেচারাও ভিজে গেছে...
ভেজা কাকটাকেও যে কি অপরূপ লাগছে; আমি ক্যামনে বোঝাই ...

পুনশ্চঃ এতোই মুগ্ধ ছিলাম যে ছবি তুলতে ভুলে গিয়েছিলাম... যখন মনে পড়লো তখন ভাবলাম, সব সৌন্দর্য ক্যামেরায় বন্দী করতে নেই। কিছু সৌন্দর্য্য মনের ক্যামেরাতেই বন্দী থাকুক... যখন খুব ইচ্ছে হবে স্মৃতি হাতড়ে দেখে নিবো... (ফেসবুক থেকে সংগৃহীত)

শেয়ার করুন: