এবার অরুণাচল প্রদেশ নিয়ে সমস্যায় ভার‍ত-চীন

ডোকলামের পরে ভারত আর চীনের মধ্যে এবার অরুণাচল প্রদেশ নিয়ে সমস্যা তৈরি হল৷ অরুণাচল প্রদেশের অফসিলা অঞ্চলে তৈরি হয়েছে সমস্যা৷ সেই অঞ্চলে ভারতীয় সেনার পেট্রলিংকে নিয়ে মন্তব্য করেছে চচীন৷

চীনের মতে, ভারতের সেনারা নাকি সীমারেখা অতিক্রম করেছে৷ চীন দাবি করেছে, অফসিলা অঞ্চল নাকি তাদের সীমারেখার অন্তর্গত৷ চীনের এই দাবি ভারতীয় সেনা পুরোপুরি খারিজ করে দিয়েছে৷

সূত্র মারফত জানা গেছে, এই বিষয়টি ওঠে ১৫ই মার্চ বর্ডার পার্সোনেল মিটিংয়ে৷ তখনই ভারতীয় সেনা সেই অভিযোগ বাতিল করে দেয়৷ এই বৈঠকটি হয় চীনের দিকে কিবিথু এলাকার দইমাই পোস্টে৷ ভারতীয় সেনা সেদিনই চীনের এই দাবিকে খারিজ করে দেয়৷

ভরতের তরফে বলা হয়, অফসিলা অঞ্চল অরুণাচল প্রদেশের সুবনসিরী অঞ্চলের একটি অঙ্গ৷ ভারতীয় সেনা এই অঞ্চলে এই প্রথম নয় আগে থেকেই টহল দিয়ে আসছে৷ সূত্র মারফত আরও খবর মিলেছে, চীন অফসিলা এলাকায় ভারতের পেট্রলিংকে ‘অনুপ্রবেশ’ আখ্যা দিয়েছে৷ এরপরই ভারত এর কড়া ভাষায় আপত্তি করেছে৷

শেয়ার করুন: