শত্রুরা ইরানের সামরিক শক্তিমত্তা দেখে ভীত: খামেনি

ইরানের ক্রমবর্ধমান শক্তিমত্তা দেখে শত্রুরা ভীত হয়ে পড়েছে বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র কমান্ডারের সঙ্গে বৈঠকে রবিবার তেহরানে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শক্তি, নিরাপত্তা, সম্মান এবং প্রয়োজনীয় মুহূর্তে শক্তি ব্যবহারের সামর্থ্যই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সশস্ত্র বাহিনীর সকল কার্যক্রম পরিচালিত হতে হবে।

তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে বর্তমান সময়ের অভূতপূর্ব সম্মিলিত শত্রুতার কারণ এই শাসনব্যবস্থার ক্রমবর্ধমান শক্তি। শত্রুরা এই শক্তিতে ভীত হয়ে পড়েছে এবং এ কারণে তারা শত্রুতা ও বিদ্বেষ বাড়িয়ে দিয়েছে।’ এসব শত্রুতা ও বিদ্বেষ ব্যর্থ হবে মন্তব্য করে খামেনি বলেন, ‘সব ধরনের ষড়যন্ত্র ও শত্রুতা সত্ত্বেও ইরানের শক্তিমত্তা প্রতিদিনই বাড়বে।’

বৈঠকের শুরুতে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বিগত ফার্সি বছরে তার বাহিনীর কর্মতৎপরতা ও অর্জন সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরেন।

শেয়ার করুন: