নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আজ ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মজীনা ১৬ জানুয়ারি থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকবেন।
এ সময় তিনি ক্যালিফোর্নিয়ায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করবেন। ফেরার পথে মজীনা যুক্তরাষ্ট্র প্যাসিফিক কমান্ডের সঙ্গে পরামর্শের জন্য হাওয়াই যাবেন।আলোচনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে সহযোগিতা ও সংশ্লিষ্টতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয় গুরুত্ব পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।