আগুন

পুরান ঢাকায় আবাসিক হোটেলে আগুনে পুড়ে দু’জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: পুরান ঢাকার বংশালে বাংলাদেশ মুসলিম আবাসিক হোটেলে আগুন লেগে দু’জনের মৃত্যু হয়েছে। তাদের নাম সাইজুদ্দীন (৩৫) ও সুলতান মিয়া (৫৫)। তারা দু’জনেই হোটেলের অতিথি ছিলেন। গতকাল শুক্রবার ভোরে হোটেলটিতে আগুন লাগলে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভোরে বংশালের ১৪৮ সিদ্দিকবাজার দ্বিতীয় তলায় থাকা ওই হোটেলে আগুন লাগে। নিচেই ছিল চাঁদপুর বোর্ডিং। এদিকে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সকাল ৬টা ৫৪ মিনিটে আগুন নিভে যায়।

আগুনে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর পাঁচ লাখ টাকার আসবাব উদ্ধার করা গেছে বলে জানিয়েছে ফায়ার কর্মীরা। দায়িত্বরত বংশাল থানার এসআই জহিরুল আলম জানিয়েছেন, হোটেল থেকে উদ্ধার করা লাশ ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। তবে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

শেয়ার করুন: