এসইও

অফ পেইজ এসইও ও অন পেইজ এসইও কী? এর পার্থক্য কোথায়?

এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শব্দটার সাথে ডিজিটাল মার্কেটিং এ যুক্ত সবাই মোটামোটিভাবে পরিচিত। মজ এর মতে “এসইও অর্থ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, যা ওয়েব সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ট্র্যাফিকের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি করবে” ।

আইটি এক্সপার্টঃ অন পেজ এসইও অনেক টা এমন আপনি একটা দোকান দিয়েছেন তার মাল সামাদি ও অফ পেজ এসইও হচ্ছে তার প্রচার ও প্রচারণা ।

অন পেজ এসইও হচ্ছে এমন একটি প্রসেস যেই প্রসেস এর মাধ্যমে কোন ওয়েবসাইট এর যে কোন পেজ এর অপটিমাইজ করে অধিকতর ট্রাফিক বা ভিসিটর পাবার সিস্টেম । এটি কে অপটিমাইজ করতে আমরা ওয়েবপেজ ও এইচটিএমএল সোর্স কোড দুইভাবেই কাজ করে থাকি ।

করিমঃ ভাই অন পেজ এসইও এর কোন পার্ট আছে নাকি?

আইটি এক্সপার্টঃ জি অন পেজ এসইও মুলত ওয়েবসাইট এর ভিতর কার কাজকে বুঝিয়ে থাকে যেমনঃ

  • কিওয়ার্ড রিসার্চ
  • ডোমেইন নেম সিলেকসন

অন পেজ এসইও কন্টেন্ট-এর ভিতর যেই কাজ করতে হয়-

  • মেটা টাইটেল
  • ইউআরএল সেটআপ
  • মেটা ডিসক্রিপসন
  • ইমেজ অপটিমাইজ
  • ইন্টারনাল লিঙ্কিং
  • সাইট স্পিড
  • ওয়েবমাস্টার টুল সাবমিসন
  • অ্যানালিটিকস সেট আপ
  • রোবট টেক্সট সেট আপ
  • সাইটম্যাপ বানানো ও সাবমিট
  • ডাটা এসট্রাকচার এর সেট আপ
  • এ এম পি সেট আপ

করিম :  ভাই অন পেজ এসইও পয়েন্ট গুলো কি সংক্ষেপে বলবেন ?
আই টি এক্সপার্ট :হা বলছি,

মেটা টাইটেল: মেটা টাইটেল অবশ্যই ৬০ শব্দের মধ্যে হতে হবে। এইটাকে অবশ্য H ১ ট্যাগ ও বলে তবে এইখানে কীওয়ার্ড রাখা জরুরি।

ইউআরএল সেটআপ: ইউআরএল অবশ্যই পোস্ট নাম অনুযায়ী হতে হবে। অবশ্যই ছোট ইউআরএল ভালো গুগলের চোখে।

মেটা ডিসক্রিপসন: মেটা তে অবশ্যই প্রথমে আপনি কীওয়ার্ড ব্যবহার করে ফেললে ভালো। ১৬০ শব্দের মধ্যে রাখতে হবে ডেসক্রিপশন।

ইমেজ অপটিমাইজ: ইমেজ অবশ্যই alt text ব্যবহার করতে হবে। ইমেজ অবশ্যই ১০০ kb নিচে হতে হবে।

ইন্টারনাল লিঙ্কিং: ইন্টার লিঙ্কিং পুরানো পেজ বা পোস্টএর সাথে করতে হবে। যাতে গুগল আপনার পুরানো পেজ বা পোস্ট আবার ক্রল করে নেয়।

সাইট স্পিড: সাইট স্পিড অন পেজ এ অনেক গুরুত্ব পূর্ণ ইস্যু। সাইট স্পিড বাড়ানো জন্য কিছু টেকনিকাল জিনিস লক্ষ্য রাখতে হয় যেমন কিছু প্লাগিন ও গুগল সাইট স্পিড টেস্ট টুলস থেকে রেকমেন্ডেশন গুলো লক্ষ্য করলেই হয়।

ওয়েবমাস্টার টুল সাবমিসন: ওয়েবমাস্টার এ আপনি আপনার সাইটকে অবশ্যই সাবমিট করতে হবে আর তা ইয়োস্ট এসইও থেকেও পারবেন।

অ্যানালিটিকস সেট আপ: এইটা আপনি প্লাগিন ব্যবহার করেও করতে পারেন তবে গুগল আনালিটিক্স এ আপনাকে singup করে আপনার ওয়েবসাইটকে সেটআপ করতে হবে।

রোবট টেক্সট সেট আপ: রোবট টেক্সট আপনি একটি নোটপ্যাড ফাইল এ করে আপনার হোস্টিং এর ফাইল ম্যানেজার এ উপ করে দিবেন।

সাইটম্যাপ বানানো ও সাবমিট: yoast এখন সাইট ম্যাপ তৈরী করে দেয় আম্পনি খালি ওয়েবমাস্টার থেকে সাইট ম্যাপ সাবমিট করলেই হবে।

এ এম পি সেট আপ: মোবাইল রেসপন্স থিম আছে অনেক এদের মধ্যে থেকে একটা ব্যবহার করলেই হলো।

উপরের পয়েন্ট গুলো কে আমরা অন পেজ এসইও এর পার্ট হিসবে জানি।

করিমঃ ভাই এক টা বিশাল বিষয় অন পেজ এসইও ।

আইটি এক্সপার্টঃ জি ভাই , আগে যদি আপনার দোকানে মালামাল না থাকে আপনি যত প্রচার প্রচারণা চালান না কেন আপনার দোকানে কাস্টমার এসে চলে যাবে কারন আপনার দোকানে মালামাল নাই সে কি কিনবে। তেমনি আপনার ওয়েবসাইট এর অন পেজ এসইও না করা থাকলে যত ভালই আপনি অফ পেজ এসইও করেন না কেন আপনি খুব বেশি একটা লাভবান হতে পারবেন না।

করিমঃ ভাই অফ পেজ এসইও কি ?

আইটি এক্সপার্টঃ অফ পেজ এসইও এর আসলে আমরা বলতে পারি এইভাবে যে আপনার দোকান দিলেন কেউ জানলো না যে ঐ জাইগায় সকল প্রকার মালামাল পাওয়া যায় এমন একটা দোকান আছে । বলেনতো আপনার দোকানে কাস্টমার আসবে ? আসবে না কারন কেউ জানেন না তাই। আপনি যদি লোক জনদের জানান তাহলে আপনি কাস্টমার পাবেন । এই প্রচারণা চালালেন এটাই আমাদের এসইও এর দৃষ্টিতে অফ পেজ এসইও।

আসলে আমরা অফ পেজ এসইও এর নির্দিষ্ট কোন সংজ্ঞা দিতে পারি না কারন এটি একটি তর্কসাপেক্ষ বিষয় । তবে একে অনেকই লিঙ্ক বিল্ডিং করার মাধ্যমে সাইট এর সার্চ ইঞ্জিন এর ফলাফল পেজে নিজের ওয়েবসাইটকে সামনে এগিয়ে নিবার প্রদ্ধতি ।

করিমঃ ভাই অফ পেজ এসইও এর কোন পার্ট আছে নাকি?

আইটি এক্সপার্টঃ অফ পেজ এসইও এর আসলে নির্দিষ্ট কোন পার্ট নেই । এর কিছু কমন পার্ট রয়েছে তা বলার আগে আমি লিংক বিল্ডিং কি তাই বলে নেই, না হয় আপনার মনে আবার এই লিংক বিল্ডিং কি তাই প্রশ্ন থেকে যাবে।

করিমঃ জি ভাই বলেন।

আইটি এক্সপার্টঃ লিংক বিল্ডিং কে আমরা বলতে পারি ভোট । আমাদের দেশে যেমন কেউ ভোটে দাঁড়ালে তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি আবার কেউ কে পরাজিত করি তেমনি কেউ আপনাকে/ আপনার ওয়েবসাইট কে লিংক করলে আমরা ধরে নিতে পারি যে আপনাকে সে ভোট দিল । যার ফলে আপনার শক্তি বাড়ল ।

করিমঃ ভাই অফ পেজ এসইও এর পার্ট কি কি একটু বলবেন?

আইটি এক্সপার্টঃ অফ পেজ এসইও এর আসলে নির্দিষ্ট কোন পার্ট নেই । এর কিছু কমন পার্ট রয়েছে যেমনঃ

  • ব্লগ কমেন্টিং
  • ফোরাম পোস্টিং
  • আর্টিকেল সাবমিসন
  • ইনফোগ্রাফিক্স সাবমিশন
  • ডকুমেন্ট সাবমিশন
  • গেস্ট পোস্টিং
  • ভিডিও সাবমিশন
  • সোশ্যাল বুকমার্কিং
  • সোশ্যাল শেয়ার
  • ডিরেক্টরি সাবমিশন
  • ব্লগ কার্নিভাল

উপরের পয়েন্ট গুলো কে আমরা অফ পেজ এসইও এর পার্ট হিসবে জানি। কি ভাই বুঝতে পারছেন?

শেয়ার করুন: